জেলা আ.লীগ সদস্য আনিছুজ্জামান চৌধুরী আইসোলেশনে

চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. আনিছুজ্জামান চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, গত শনিবার (২৭ জুন) নমুনা পরীক্ষায় তার দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি সোমবার থেকে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তার কলাদীস্থ বাসা থেকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
তার স্ত্রী ও একমাত্র ছেলে ঢাকায় থাকেন। তারা সবার কাছে তার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন।
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কাওছার হিমেল বলেন, তিনি গত দু’দিন হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা আজ কিছুটা উন্নতির দিকে।

৩০ জুন, ২০২০।