ড. শামছুল হক কলেজের কেউই পাস করেনি

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলার ৭টি প্রতিষ্ঠানে মধ্যে একমাত্র ড. এম শামসুল হক মডেল কলেজ কেউ পাস করেনি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গাউসুল আজম পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে জানা গেছে, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেওয়া এইচএসসি পরীক্ষায় ড. এম শামছুল হক মডেল কলেজের মানবিক শাখার ৮ জন এবং বিজ্ঞান শাখার ২ জনসহ ১০ জন অংশ নিয়ে কেউ পাস করতে পারেনি। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা দেখা যায়।
অভিভাবকদের অভিযোগ ক্লাস না করেও নিয়মিত বেতন-ভাতা ভোগ করেছেন শিক্ষকরা।
নাম প্রকাশ না করা শর্তে দু’জন অভিভাবক বলেন, নামেমাত্র এটি একটি কলেজ। শিক্ষার কোন পরিবেশ এখানে নেই। অযোগ্য শিক্ষক দ্বারা পাঠ দান করানো হয়। ভর্তির সময় শিক্ষার্থী অভিভাবকদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভর্তি করান। পরে ক্লাস নেওয়ার কোনো খবর নেই। পাঠদান না থাকলে শিক্ষার্থীরা পাস করবে কেমনে? এমন নামেমাত্র প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান অভিভাবকরা। ফলাফলের কারণ অনুসন্ধান করে প্রতিকারের ব্যবস্থা নেওয়ার জোর দাবিও তাদের। যাতে আগামী দিনে এমন হতাশাজনক ফলাফল দেখতে না হয়।
এ বিষয়ে জানতে কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন পাটোয়ারী মোবাইলে ফোন করা হলে তিনি রিসিভ করে ব্যস্ততা দেখিয়ে লাইনটি কেটে দেন।

১৬ অক্টোবর, ২০২৪।