মাহফুজ মল্লিক
ঢাকাস্থ নন্দিখোলাবাসী’র (দেশ ও প্রবাস) পূর্ণাঙ্গ কমিটিন গঠন করা হয়েছে। গত ১৩ আগস্ট শুক্রবার বহু প্রত্যাশিত ঢাকাস্থ নন্দিখোলাবাসী সংগঠনের দেশের বিভিন্ন অঞ্চল অবস্থানরত ও প্রবাসীদের নিয়ে জুম সম্মেলনের মাধ্যমে কার্যকরী কমিটি গঠিত হলো।
ব্যাংকার কবির আহমেদকে সভাপতি ও আইটি ও সাইনেজ স্পেশালিস্ট আখতারুজ্জামানকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। জুম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, কুমিল্লা ক্যাডেট কলেজের সাবেক অধ্যাপক এবং কুমিল্লা তালুকদার একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও বৃহত্তর মতলব উন্নয়ন পরিষদের সদস্য সচিব সিরাজুল মোস্তফা তালুকদার।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এমরিকান ইউনিভার্সিটির প্রোভিসি ও তেজগাঁও কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড. একেএম ফজলুল হক, ঢাকা জর্জ কোর্টের আইনজীবি অ্যাড. আব্দুল মান্নান, সমাজ সেবক ও রাজনীকতবীদ শহিদুল ইসলাম শহিদ, করোনা মহামারীর সম্মুখ যোদ্ধা ডা. মজিবুর রহমান সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোজাম্মেল হক, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও লেখক জনাব এম কামরুজ্জামান, তরুন উদিয়মান ব্যবসায়ী তৌফিকুল ইসলাম মানিক প্রধান।
এসময় উপস্থিত ছিলেন আমেরিকার একটি খ্যাতিমান উইনিভার্সিটি থেকে স্বদ্ব পিএইপি ডিগ্রী/ সনদ প্রাপ্ত শিক্ষাবিদ নেছার উদ্দিন, রবি এক্সিয়েটা লি: চট্টগ্রামের হেড অব কর্পোরেট মেজবা উদ্দিন মাসুম, বাংলাদেশের খ্যাতিমান বিদ্যাপিঠ আইডিয়াল স্কুল, মতিঝিল শাখার ইংলিশ ভার্শনের গণিতের শিক্ষক জিসান আহমেদ, ঢাকার বিখ্যাত ফেমাস স্পেশালাইজড হাসপাতালের ডিরেক্টর অপারেশন ডেভালপমেন্ট সাংবাদিক জিসান আহমেদ, ঢাকা সিটি কলেজর অধ্যাপক সোহেল আহমেদ, ব্যাংকে কর্মরত ইঞ্জিনিয়ার জাহিদ হোসেন স্বপন, নারায়নগঞ্জে কোর্টের আইনজীবি নাজমুল হক, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি শিক্ষার্থী সফিউল আলম প্রধান ও রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষার্থী কাইয়ূম ভূঁইয়া, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের মেধাবী শিক্ষার্থী, নারায়ণগঞ্জের একটি খ্যাতিমান স্কুলের শিক্ষক নাজমুন্নাহার সুমি।
আইটি, ডিজাইন, প্রিন্টিং ও সাইনেজ স্পেশালিষ্ট-ব্যবসায়ী আখতারুজ্জামানের পরিচালনায় এলাকার শ্রদ্ধাভাজন শিক্ষাবিদ ও পেশাদারিসহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।
১৯ আগস্ট, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- ঢাকাস্থ নন্দিখোলাবাসী’র (দেশ ও প্রবাস) পূর্ণাঙ্গ কমিটি গঠন