ওবায়দুর রহমান
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে প্রাণ হারিয়েছেন প্রবাসী যুবক রাজু আহমেদ। গত ১০ মে কেপটাউনে তাকে গুলি করে হত্যা করা হয়। রাজুর চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের সন্তান বলে জানা গেছে।
রাজুর স্বজনরা জানান, কেপটাউনে কন্ট্রাক্টে ছোট একটি টাক শপ পরিচালনা করতেন রাজু। প্রতিদিনের মত গত ১০ মে ব্যবসা পরিচালনা করছিলেন তিনি। রাত ৮টার দিকে সন্ত্রাসী দল তার দোকানে হানা দেয়। এসময় কোনকিছু বুঝে উঠার আগে রাজুকে পরপর ৬ রাউন্ড গুলি করে সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী সেখানকার কিছু সন্ত্রাসী রাজুর কাছে চাঁদা দাবি করে আসছিল। ধারণা করা হচ্ছে, চাহিদা অনুযায়ী অর্থ না পেয়ে তারা রাজুকে হত্যা করে।
এদিকে রাজুর লাশ দেশে আনার সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামি শুক্রবার তার লাশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে বলে তার স্বজনরা নিশ্চিত করছেন।
১৫ মে, ২০২৫।