
স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের দেবপুর মুন্সিবাড়ি মাথার খালের উপর সেতু নির্মাণ কাজের ঢালাই সমাপ্ত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় ঢালাই কাজের উদ্বোধন করেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. রফিকুল ইসলাম।
এ সময় ঠিকাদার ও রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন জাকির পাটওয়ারীসহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন। চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের এ কালভার্টটির দৈর্ঘ্য ২৬ ফুট। যা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়ন করা হচ্ছে।
দেবপুরের এ সেতুটি নির্মাণ করার ফলে এ এলাকার মানুষের দীর্ঘদিনের কষ্টের লাঘব হচ্ছে। এজন্য দেবপুরের মানুষ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুরের উন্নয়নের রুপকার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিকে ধন্যবাদ জানিয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।