দেশে ফিরছে ৯ মাস ইয়েমেনে আটক ৫ বাংলাদেশী

সাগর চৌধুরী
দেশে ফিরছেন ইয়েমেনের সানায় দীর্ঘদিন থেকে হুতিদের হাতে আটক থাকা ওমানের একটি জাহাজ কোম্পানিতে কাজ করা বাংলাদেশী ৫ জন নাবিক। সাথে ভারতীয় (১৪ জন) নাগরিকও আটক ছিলেন। বাংলাদেশীরা হলেন- তৈয়ব, ইউসুফ, আলমগীর, আলাউদ্দিন ও রহিম।
৯ মাস ধরে আটক থাকা অবস্থায়ই এক পর্যায়ে জাহাজ কোম্পানির মালিকের কাছ থেকে আংশিক মুক্তিপণ পাবার পরে তাদের মোবাইল ফোন ব্যবহার করতে দেয়া হয়। আটকদের মধ্যে একজন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথে প্রথম যোগাযোগ করেন প্রায় দু’মাস আগে।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ওমান ও কুয়েত দূতাবাস এবং জিবুতিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের গত দুইমাসের প্রচেষ্টায় তারা এডেনে আসবেন বলে আশা করা যাচ্ছে। সেখান থেকে তাদের আন্তর্জাতিক শ্মরণার্থী সংস্থা (ওঙগ) এর সহায়তায় ভারত হয়ে বাংলাদেশে পৌঁছানো হবে বলে প্রত্যাশা করছেন তিনি।
১০ ডিসেম্বর, ২০২০।