স্টাফ রিপোর্টার
দৈনিক ইল্শেপাড়ের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে চাঁদপুর শহরসহ বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা অংশ নেন। গত বৃহস্পতিবার (৫ রমাজান) ইল্শেপাড় কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন।
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ইল্শেপাড়ের সুখে-দুঃখে আপনারা সবসময় পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখায় আজ ইল্শেপাড় পাঠকপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। আমরা প্রতিনিধিদের সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আসছি। আগামিতে পত্রিকা প্রকাশনায় সব প্রতিনিধিদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। আগামিতেও সহযোগিতা অব্যাহত রাখলে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখা যাবে।
তিনি আরো বলেন, ইল্শেপাড়ের সম্পাদক ও প্রকাশক মো. মিজানুর রহমান পত্রিকাটি স্বাভাবিকভাবে পরিচালনার বিষয়ে বদ্ধপরিকর। নিয়মানুযায়ী স্বচ্ছতা বজায় রাখলে তিনি তাঁর সহযোগিতা অব্যাহত রাখাবেন। এ ব্যাপারে ইল্শেপাড়ের প্রতিটি কর্মীকে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশেষ প্রতিনিধি হাজি মফিজুল ইসলাম সাগর চৌধুরী। এসময় পত্রিকার সাবেক প্রধান সম্পাদক মরহুম মাওলানা এসএম আন্ওয়ারুল করীমের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
ইফতার মাহফিলে সৌদি আরবের অনলাইন একটিভিস্ট হাজি সোহেল আলম, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম সরোয়ার সেলিম, ইকবাল হোসেন ও শ্যামল চন্দ্র দাস, ইল্শেপাড়ের বিশেষ প্রতিনিধি আলহাজ এসএম চিশতী, সাবেক বার্তা সম্পাদক রেজাউল করিম, সহকারী সম্পাদক মনির হোসেন, বার্তা সম্পাদক এসএম সোহেল, স্টাফ রিপোর্টার সজীব খান, ডিকে সোলায়মান ও মাজহারুল করিম সুমন, সদর উপজেলা প্রতিনিধি মো. নূরে আলম খান ও আল-আমিন ছৈয়াল, মতলব দক্ষিণ ব্যুরো ইনচার্জ মাহফুজ মল্লিক, কচুয়া ব্যুরো ইনচার্জ আহসান হাবীব সুমন, ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি আবু তালেব সরদার, রুহুল আমিন খান স্বপন ও মনির হোসেন, কচুয়া উপজেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ ও রায়হান, অফিস সহকারী মো. মোবারক হোসেন ও শান্ত লোধসহ বেশ কয়েকজন অতিথি ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
০৯ মার্চ, ২০২৫।