দৈনিক পূর্বকোণের সম্পাদককে পোলিও এওয়ার্ড প্রদান

স্টাফ রিপোর্টার
দৈনিক পূর্বকোণের সম্পাদক রোটা. পিপি জসিম উদ্দিন চৌধুরীকে পোলিও এওয়ার্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২০ জুন) পোলিও নির্মূলে উজ্জ্বল ভূমিকা পালন করার জন্য রোটারী ইন্টারন্যাশনাল জোন ওয়ান-বি, রিজিওন-১০ এর এন্ড পোলিও কো-অর্ডিনেটর পিডিজি রোটা. ইফতেখার আহমেদের পক্ষে সম্মাননা এওয়ার্ড (ক্রেস্ট) হস্তান্তর করা হয়।
রোটারী ইন্টারন্যাশনালের জোন ওয়ান-বি, রিজিওন-১০ (বাংলাদেশ, পাকিস্তান ও ইন্দোনেশিয়া) এর কমিউনিকেশন ডেপুটি কো-অর্ডিনেটর ও বাংলাদেশ-পাকিস্তান রোটারী ইন্টার কান্ট্রি কো-অর্ডিনেটর রোটা. মিন্টু ইব্রাহিম এবং রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২, বাংলাদেশের এডিশনাল ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ও রোটারী ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়ালের চার্টার প্রেসিডেন্ট রোটা. সিপি মোহাম্মদ নজরুল ইসলাম নান্টু ঐ ক্রেস্ট হস্তান্তর করেন।
উল্লেখ্য, রোটারী ইন্টারন্যাশনাল ১৯৭৯ সাল থেকে ফিলিপাইনে ৬ মিলিয়ন শিশুকে পোলিও টিকা খাওয়ানোর মাধ্যমে পোলিও প্লাস নামে কার্যক্রম শুরু করেছিল। বিশ্ব পোলিও নির্মূলে কার্যকর ভূমিকা পালন করে আসছে। বর্তমান বিশ্বে ৯৯% পোলিও নির্মূল সফলতা অর্জন করেছে। পোলিও মুক্ত বিশ্ব গড়তে রোটারিয়ানদের যে অঙ্গীকার ছিল তাতে রোটারী শতভাগ সফলতা অর্জনের পথে। শতভাগ পোলিও নির্মূলে পাশে থাকার জন্য রোটারিয়ান ও সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।

২১ জুন, ২০২৩।