সফিকুল ইসলাম রিংকু
মতলব-পেন্নাই আঞ্চলিক সড়কের নারায়নপুর এলাকায় অবৈধভাবে সড়ক সুরঙ্গ করে ড্রেজার পাইপ স্থাপন করেছে এলাকার প্রভাবশালী বালু ব্যবসায়ীরা। প্রথমে এ পাইপ সড়কের উপর দিয়ে স্থাপন করা হলেও প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে রাতের আঁধারে সড়ক সুরঙ্গ করা হয়।
বুধবার (২ অক্টোবর) দুপুরে ঐ এলাকায় গিয়ে দেখা গেছে, নারায়নপুর বাজার সংলগ্ন বোয়ালজুরী খাল থেকে দীর্ঘ পাইপ স্থাপন করে ড্রেজার বসানো হয়েছে। নারায়নপুর বাজারের ৫শ’ গজ পশ্চিমে আয়েশা ছিদ্দিকা (রা.) বালিকা মাদ্রাসা পশ্চিম পাশে সড়ক সুরঙ্গ করে পাইপ স্থাপন করা হয়েছে। যাতে করে এ সড়ক দিয়ে চলাচলকারী প্রশাসন কিংবা আইন-শৃঙ্খলা বাহিনীর লোকজন দেখতে না পারে।
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, এ পাইপ লাইন প্রথমে সড়কের উপরে ছিলো, কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা এ পথে চলাচলের সময় পাইপ দেখে সরানোর নির্দেশ দেন। পরে মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিলয় রহমান ঘটনাস্থলে গিয়ে জরিমানা করে পাইপ সরানোর ব্যবস্থা করেন। কিছুদিন পরে সড়কে সুরঙ্গ করে পাইপ স্থাপন করেন বালু-মাটি ব্যবসায়ী। এতে পাইপটি সরানোর পরে গুরুত্বপূর্ণ সড়কটি ভেংগে যাওয়ার আশঙ্কাই বেশি। বালু ব্যবসায়ীরা প্রশাসনের নির্দেশ অমান্য করে, সরকারি রাস্তা সুরঙ্গ করার সাহস পায় কোথায়?
খোঁজ নিয়ে জানা গেছে, এ ড্রেজার পাইপ স্থাপন করছেন স্থানীয় সাবেক ইউপি সদস্য বালু ব্যবসায়ী ফজলুল করিম সেলিম। তিনি লোকজন নিয়ে ড্রেজার বসিয়ে জমি ভরাট করছেন। ফজলুল করিম সেলিম বলেন, আমার জমি ভরাট করলেও ড্রেজারের মালিক আমি না। এলাকার একজন দিয়ে ভরাট করছি। সড়ক সুরঙ্গ করার অনুমতি নিয়েছেন কিনা প্রশ্ন করা হলে প্রথমে অনুমোদন আছে এবং আবেদন করেছেন বললেও কিছুক্ষণ পর অনুমোদন নেই বলে স্বীকার করেন তিনি।
মতলব দক্ষিণ উপজেলায় দায়িত্বে থাকা সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মারুপ হোসেন জানান, সড়ক সুরঙ্গের বিষয়টি দেখার জন্য আমাদের লোকজনকে বলেছি। আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করবো।
মতলব দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) নিলয় রহমান বলেন, কিছুদিন আগে বালু ব্যবসায়ীদের পাইপ উঠিয়ে দিয়ে এসেছি এবং জরিমানাও করেছি। বিষয়টি জানতাম না। আপনার মাধ্যমে জানলাম, আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা বলেন, ঐ স্থানে সড়কের উপর দিয়ে পাইপ বসানো ছিলো। আমাদের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে জরিমানা করেছে। সড়ক সুরঙ্গ করার বিষয়টি জানা ছিলো না। সড়ক বিভাগ থেকে আমাদের এ বিষয়ে কোনো কিছু জানানো হয়নি। তবে এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
০৩ অক্টোবর, ২০২৪।