নারায়ণপুরে মৎস্য অফিসের আয়োজনে মাঠ দিবস


মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস উন্নয়ন প্রকল্পের আওতায় ফলাফল প্রদর্শন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার নারায়ণপুর ইউনিয়ন ও খাদেরগাঁও ইউনিয়নের মৎস্য চাষিদের নিয়ে নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক। এসময় মাছ চাষিদের চলচ্চিত্র প্রদর্শনী দেখানো হয়।
অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নারায়ণপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রদর্শনী পুকুরে চাষকৃত পাবদা মাছ জাল টেনে মাছ চাষিদের দেখানো হয়।