মোজাম্মেল প্রধান হাসিব
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম সিরাজুল ইসলামের নামে ‘স্যার সিরাজুল ইসলাম মসজিদ’ এবং সাবেক শিক্ষক বীরেন্দ্র চন্দ্র দাসের নামে ‘বীরেন্দ্র চন্দ্র দাস প্রার্থনা’ কক্ষের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার সকালে নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এসএসসি ব্যাচ-১৯৯৪ এর বাস্তবায়নে আলোচনা সভা ও ফলক উন্মোচনের মধ্য দিয়ে এ ধর্মীয় প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়।
আলোচনা সভায় নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. ওমর ফারুক লিটন মিয়াজী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্যার সিরাজুল ইসলামের সহধর্মিণী।
১৯৯৪ ব্যাচের সদস্য মিঞা মো. মামুনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তার, নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হালিমা খাতুন, স্যার সিরাজুল ইসলামের ছেলে ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মেহেদী হাসান, প্রাক্তন শিক্ষক মো. আনোয়ার হোসেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, শিক্ষক মো. শাহআলম বিএসসি, মো. ইউসুফ মিয়াজী প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ১৯৯৪ এসএসসি ব্যাচের শিক্ষার্থী নূরে আলম জিকু, আবু সাঈদ, মো. মাইনুল হক, কাজী আবু সাঈদ, মিন্টু চন্দ্র দাস।
আলোচনা সভার আগে স্যার সিরাজুল ইসলাম মসজিদের ফলক উন্মোচন করে মসজিদ উদ্বোধন করেন নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম সিরাজুল ইসলামের সহধর্মিণী।
২০ মার্চ, ২০২২।
