নারায়ন ঘোষের খুনি রাজু শীল কারাগারে

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের দধি ব্যবসায়ী নারায়ণ চন্দ্র ঘোষের হত্যাকারি ঘাতক রাজু শীলকে আদালতে জবানবন্দি গ্রহণের পর জেলহাজতে পাঠিয়েছেন বিচারক।
গত মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় নারায়ণ ঘোষ হত্যা মামলার আটক প্রধান আসামি কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ফতেহপুর গ্রামে রাজিব শীল রাজুকে চাঁদপুর জেলা সিআইডি পুলিশ চাঁদপুর সদর কোর্টের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসানের আদালতে তোলা হয়। আদালতে আনা হলে বিজ্ঞ বিচারকের খাস কামরায় দীর্ঘ সময় ১৬৪ ধারায় নারায়ণ ঘোষ হত্যার বিষয়ে জবানবন্দি প্রদান করে ঘাতক রাজু শীল। পরে বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
গত ১৬ সেপ্টেম্বর মধ্যরাতে চাঁদপুর শহরে বিপণীবাগ বাজারের দেবপুর এলাকার শিল বাড়ির কৃষ্ণের মালিকানাধীন টিপটপ হেয়ার কাটিং সেলুনের কর্মচারী রাজু শিলের কাছে সুদের পাওনা টাকা আনতে গেলে নারায়ণ হত্যার শিকার হন। পরদিন সকালে চাঁদপুর মডেল থানা পুলিশ ময়লার স্তূপের পাশ থেকে নারায়ণে গলাকাটা বস্তাবন্দি লাশ উদ্ধার করে। পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ সিআইডি ছায়া তদন্ত করে ঘাতক রাজু শীলকে সিলেট শহর থেকে আটক করে। ২০ সেপ্টেম্বর রাতে ঢাকা সিআইডি পুলিশের কর্মকর্তারা চাঁদপুর জেলা সিআইডি পুলিশের কাছে ঘাতক রাজু শীলকে হস্তান্তর করে। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় ঘাতকরা রাজু শীলকে চাঁদপুর সদর আদালতে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. হাসানের আদালতে আনা হয়। তখন তার খাসকামরায় আটক রাজু শিল নারায়ণ হত্যার বিষয়ে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। পরে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ প্রদান করে।
২৩ সেপ্টেম্বর, ২০২১।