মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও পল্লী মা-প্রি-ক্যাডেট স্কুলের উদ্বোধন করেছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুল। গত বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে পল্লী মা প্রি-ক্যাডেট স্কুলের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সাংবাদিক সুখরঞ্জন দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুল।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা দেওয়ান রেজাউল করিম, লিয়াকত আলী প্রধান, মোফাজ্জল হোসেন, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি চাঁন মিয়া তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা পাটোয়ারী, যুবলীগ নেতা রাসেল পাটোয়ারী নিলয়, সাইদুল হক শ্যামল পাটোয়ারী প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পল্লী মা প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক শান্ত মাস্টার।
২১ জানুয়ারি, ২০২১।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- নায়েরগাঁও পল্লী মা প্রি-ক্যাডেট স্কুলের উদ্বোধন