
স্টাফ রিপোর্টার
পবিত্র ওমরা পালনের উদ্দেশে সৌদি আরব গেলেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাহফুজুল হক। তিনি গতকাল মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টায় এমির্যাটস এয়ারলাইন্সের একটি বিমানে সৌদি আরব যান।
মেয়র মাহফুজুল হক সৌদি আরবে পবিত্র ওমরা পালনসহ মহানবী হযরত মোহাম্মদ (স.) এর রওজা মোবারক জিয়ারত করবেন। পরে স্থানীয় প্রবাসীদের আমন্ত্রণে বেশ কয়েকটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।
পৌর মেয়র মাহফুজুল হক সুষ্ঠুভাবে পবিত্র ওমরা পালনে ফরিদগঞ্জ পৌরবাসীসহ চাঁদপুরবাসীর কাছে দোয়া চেয়েছেন। এছাড়া সময় স্বল্পতার জন্য বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষীদের সাথে দেখা করতে না পারায় তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।