পিডিআরআর রোটা. জিয়া উদ্দিন হায়দার সাউথ এশিয়ার রোটার‌্যাক্ট প্রেসিডেন্ট নির্বাচিত

স্টাফ রিপোর্টার
রোটার‌্যাক্ট জেলা সংগঠন, রোটারী আন্তর্জাতিক জেলা-৩২৮২, বাংলাদেশের পিডিআরআর রোটারিয়ান জিয়া উদ্দিন হায়দার ২০২২-২৩ রোটারী বর্ষের জন্য রোটার‌্যাক্ট সাউথ এশিয়া-এমডিআইও’র প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ভারতের গুজরাটে রোটার‌্যাক্ট জোন ইনস্টিটিউট ২০২১ (RZI) কর্তৃক রোটার‌্যাক্ট জেলা প্রতিনিধিদের ট্রেনিং অনুষ্ঠানে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রোটার‌্যাক্ট ক্লাবের সাউথ এশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন জিয়াউদ্দিন হায়দার।
রোটার‌্যাক্ট সাউথ এশিয়ার কার্যক্রম ৮টি দেশে পরিচালিত হয়ে আসছে। বাংলাদেশ, ভারত, নেপাল, ভূটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তান- এই ৮টি দেশে মোট ৪১টি রোটার‌্যাক্ট জেলায় এর কার্যক্রম রয়েছে।
উল্লেখ্য, জিয়া উদ্দিন হায়দার ২০১৮-১৯ রোটারী বর্ষে রোটার‌্যাক্ট সাউথ এশিয়ার জয়েন্ট সেক্রেটারী এবং ২০১৯-২০ রোটারী বর্ষে জেনারেল সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করেন।
পিডিআরআর রোটা. জিয়া উদ্দিন হায়দার ২০১১-১২ রোটারী বর্ষে রোটার‌্যাক্ট ক্লাব অব চিটাগং রোজ গার্ডেনকে প্রেসিডেন্ট হিসেবে এবং ২০১৭-১৮ রোটারী বর্ষে জেলা রোটার‌্যাক্ট প্রতিনিধি (ডিআরআর) হিসেবে রোটার‌্যাক্ট জেলা সংগঠন রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২ কে নেতৃত্ব প্রদান করেন।
বর্তমানে পিডিআরআর রোটা. জিয়া উদ্দিন হায়দার রোটারী ক্লাব অব চিটাগাং ক্রাউনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৯ এপ্রিল, ২০২১।