পুরাণবাজারে ইসলামী ব্যাংক উপ-শাখার উদ্বোধন

স্টাফ রিপোর্টার
ইসলামী ব্যাংক পুরাণবাজার উপ-শাখার উদ্বোধন হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে পুরাণবাজার মধুসূধন উচ্চ বিদ্যালয় মার্কেটের ২য় তলায় প্রধান অতিথির হিসেবে ফিতা কেটে ব্যাংকের উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র বলেন, চাঁদপুরের প্রাণ হচ্ছে পুরাণবাজার। নদী ভাঙ্গনের কারণে পুরাণবাজারের ব্যবসার ঐতিহ্য হারিয়েছি। পুরাণবাজারের মানুষের রক্তে মিশে আছে বাণিজ্য। যদি পরিকল্পনা নিয়ে এগুনো যায় তাহলে পুরাণ বাজারের আগের ঐতিহ্য ফিরে আসবে। পুরাণবাজারের অঞ্চলের ভৌগলিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। স্থায়ী বাঁধ হয়ে গেলে পুরাণবাজারের প্রাণ ফিরে আসবে। এ অঞ্চলের গুরুত্বের জায়গা আস্তে-আস্তে বাড়ছে। পরিবর্তনের সূচনায় আপনারা আছেন। বাংলাদেশের হট জোন হচ্ছে চাঁদপুর।
তিনি আরো বলেন, গ্রামীণ দরিদ্রের থেকে শহরের দরিদ্রের অবস্থা খুব খারাপ। গ্রামের দরিদ্ররা আশপাশ গিয়ে সহযোগিতা নিতে পারে, শহরের দরিদ্ররা কারো কাছে যেতে পারে না। শহরে যানজটের অবস্থা খুব খারাপ, সেজন্য বিকল্প পরিকল্পনা করতে হবে। আশা করি ইস্তেহার হিসবে কাজগুলো শেষ করবো।
মেয়র বলেন, শিক্ষামন্ত্রী আমাদের গর্বের জায়গা। শিক্ষা মন্ত্রণালয়ের কাজ হচ্ছে স্থান নির্ধারণ করা, আর কোন কাজ নেই। জমি দাম নির্ধারণ শিক্ষা মন্ত্রণালয়ের নয়। এই চক্রান্তটা রাজনৈতিকভাবে করা হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে চাঁদপুরবাসী। মিথ্যার উপর ভিত্তি করে কোন পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়।
ইসলামী ব্যাংক কুমিল্লা জোনের প্রধান শহীদুল্লাহ মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি তমাল কুমার ঘোষ ও চাঁদপুর পৌরসভার কাউন্সলর আব্দুর মালেক শেখ। স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক চাঁদপুর শাখা প্রধান মো. দাউদ খান।
ইসলামী ব্যাংক চাঁদপুর শাখার সহ-প্রকল্প কর্মকর্তা মো. বিল্লাল হোসেনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক পুরাণবাজার উপ-শাখার ইনচার্জ মো. ইসমাইল হোসেন, পুরাণবাজার মধুসূধন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ চান্দ্র দাশ, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফেরদৌস আলম বাবু, চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. শাহাজাহান মিয়া, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আফজাল হোসেন, চাঁদপুর ফার্টিলাইজার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শরীফ আশ্রাফুল হক, বরফকল মালিক সমিতির সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. নাজমুল পাটওয়ারী, রাইচ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ চৌধুরী, খাজা বাবা রাইসমিল মালিক জিন্নাহ পাটওয়ারী, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. কামাল হাওলাদার, ২নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হাওলাদারসহ পুরাণবাজারের ব্যবসায়ীরা।
উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চান্দ্রা বাজার নূরিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাও. টিএম মোস্তফা হামিদী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফিল্ড অফিসার মো. আনোয়ার হোসেন।

১০ ফেব্রুয়ারি, ২০২২।