প্রেস বিজ্ঞপ্তি
বিশ্বব্যাপী পোলিও নির্মূলে রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২ এর উদ্যোগে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে ঐ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন রোটারী ডিস্ট্রিক্ট গভর্নর রোটা. ইঞ্জি. মো. মতিউর রহমান, ডিস্ট্রিক্ট গভর্নর নমিনী (২০২৫-২৬) রোটা. ডা. মাইনুল ইসলাম মাহমুদ, প্রোগ্রাম চেয়ার রোটা. সিপি আবু হাসনাত চৌধুরী, প্রোগ্রাম এডভাইজার রোটা. সিপি মোহাম্মদ শাহজাহান, ডিস্ট্রিক্ট সেক্রেটারী রোটা. মোহাম্মদ আকবর হোসেন, ডিস্ট্রিক্ট এস্কিকিউটিভ সেক্রেটারী রোটা. মো. শামসুল আলম, প্রোগ্রাম মেম্বার সেক্রেটারী রোটা. সিপি মো. নজরুল ইসলাম নান্টু প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন টিআরএফ ইভেন্ট চেয়ার রোটা. খায়ের আহমেদ, এডিশনাল এরিয়া ডিরেক্টর রোটা. এমদাদুল আজিজ, জোনাল কো-অর্ডিনেটর রোটা. মো. জামাল উদ্দিন আহমেদ, মো. দিদারুল ইসলাম, ডিস্ট্রিক্ট প্রেস কমিটি কো-চেয়ার রোটা. পিপি নাসিরুল হক, রোটা. পিপি ওমর আলী ফয়সাল, রোটা. পিপি রেজাউল করিম, রোটা. পিপি মীর নাজমুল হাসান রবিন, হোস্ট ক্লাব প্রেসিডেন্ট রোটা. মরিয়ম লিজাসহ বিভিন্ন ক্লাব প্রেসিডেন্ট, রোটারিয়ান ও রোটার্যাক্টরবৃন্দ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামস্থ আইইবি সেন্টার থেকে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, পোলিও মাইলাইটিস বা পোলিও একটি পক্ষাঘাতগ্রস্ত মারাত্মক রোগ। যা এখনও বিশ্বের কিছু অংশে শিশুদের জন্য হুমকিস্বরূপ। পোলিও ভাইরাস স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে এবং ঘণ্টার মধ্যে সম্পূর্ণ পক্ষাঘাত ঘটাতে পারে। এটি যে কোনো বয়সের মানুষকে আক্রমন করতে পারে। তবে প্রধানত ৫ বছরের কম বয়সী শিশুদের বেশি আক্রান্ত করে। ৩০ বছরেরও বেশি সময় ধরে রোটারী এবং আমাদের অংশীদাররা বিশ্বব্যাপী পোলিও নির্মূল করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের পোলিও প্লাস প্রোগ্রামটি ছিল ব্যাপক আকারে শিশুদের টিকা দেওয়ার মাধ্যমে বিশ্বব্যাপী পোলিও নির্মূল করার প্রথম উদ্যোগ। বিশ্বব্যাপী পোলিও নির্মূলের পদক্ষেপ হিসেবে রোটারী অ্যাডভোকেসি, তহবিল সংগ্রহ, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং সচেতনতা তৈরিতে কাজ করছে।
রোটারীর সদস্যরা ১২৫টি দেশের প্রায় ৩ বিলিয়ন শিশুকে এই পক্ষাঘাতজনিত রোগ থেকে রক্ষা করতে ২.৬ বিলিয়ন ডলারের বেশি এবং অগণিত স্বেচ্ছাসেবক ভূমিকা রেখেছে। রোটারীর প্রচেষ্টা গুলো সরকার কর্তৃক ১০ বিলিয়ন ডলারের বেশি অবদান রাখার সিদ্ধান্তে ভূমিকা পালন করেছে।
যখন রোটারী এবং এর অংশীদাররা ১৯৮৮ সালে এচঊও গঠন করেছিল, তখন প্রতি বছর ১২৫টি দেশে পোলিওর ৩৫০,০০০ কেস ছিল। আজ, আমরা পোলিও’র কেস ৯৯.৯ শতাংশ কমিয়েছি এবং ডঐঙ তথ্য মতে মাত্র দুটি দেশ- আফগানিস্তান ৫টি ও পাকিস্তানে ২টি পোলিও রোগী রয়েছে যা নির্মূলের চেষ্টা অব্যাহত রয়েছে। রোটারী এবং এর অংশীদারদের প্রচেষ্টার কারণে প্রায় ১৯.৪ মিলিয়ন মানুষ চিকিৎসা নিয়েছেন যারা অন্যথায় পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতেন, তারা হাঁটছেন এবং ১.৫ মিলিয়নের ও বেশি মানুষ বেঁচে আছেন, তারা অন্যথায় মারা যেতেন। পোলিওর অবসান ঘটাতে আমরা যে অবকাঠামো তৈরি করতে সাহায্য করেছি তা অন্যান্য রোগের চিকিৎসা ও প্রতিরোধে এবং জনস্বাস্থ্যের অন্যান্য ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব তৈরি করতেও ব্যবহার করা হচ্ছে।
২৪ অক্টোবর, ২০২৩।