প্রধানমন্ত্রীকে হত্যা হুমকির প্রতিবাদে হাইমচরে আ.লীগের বিক্ষোভ

হাইমচর ব্যুরো
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি এবং হত্যার হুমকির প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে হাইমচর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
শনিবার (৪ জুন) বিকেল ৩টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে মোটরসাইকেল যোগে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাথে একমত পোষণ করে এ বিক্ষোভে অংশ নেন উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন- হাইমচর উপজেলা আওয়ামী নেতা ফখরুদ্দিন আলী আহমেদ, হাবিবুর রহমান বেগ, শাহ আলম পাটওয়ারী, খালেখ আখন, মফিজ আখন, আমানত উল্লাহ, আনোয়ার কবিরাজ, সোহরাব হোসেন টিটুসহ ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

০৫ জুন, ২০২২।