ফরক্কাবাদ বাজারে গাছ আতংকে ব্যবসায়ী ও পথচারীরা

যেকোন মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা

আল আমিন ছৈয়াল
চাঁদপুর সদর উপজেলা বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজার থেকে ইউনিয়ন পরিষদ রোডের পশ্চিম দিকের সারিবদ্ধভাবে সরকারি কয়েকটি মোটা কড়ই গাছ রয়েছে। এর মধ্যে একটি মোট কড়ই গাছের মূল শিকড়সহ মোটা ডাল-পালাগুলো শুকিয়ে যাওয়ায় আতংকে দিন কাটছে ফরক্কাবাদ বাজারের ব্যবসায়ী, বিভিন্ন যানবাহনের যাত্রী ও পথচারীরা। যে কোন মুহূর্তে ডাল ভেঙে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
কয়েকজন ভুক্তভোগী ব্যবসায়ী মো. মুকবুল হোসেন, আমিনুল হক গাজী, হাসান গাজী, মাসুম গাজী, সেলিম মিজি, ডাক্তার শাখাওয়াত, রুহুল আমিন, আহসান মিজি, মমিন গাজীসহ বেশ কয়েকজন পথচারীরা জানান, আমাদের এ ইউনিয়নের মূল বাজার হলো ফরক্কাবাদ বাজার। এই বাজারে প্রায় ২শ’ দোকান আছে, ৮টি শিক্ষা প্রতিষ্ঠান এবং এই ইউনিয়নে একটি পরিষদ ভবনটি এ ফরক্কাবাদ বাজারেই। রাতে-দিনে এই সড়ক দিয়ে হাজার হাজার মানুষ ও বিভিন্ন যানবাহন আসা-যাওয়া করে। রাস্তার পাশে একটি বড় কড়ই গাছ মরে শুকিয়ে গেছে। গাছের মোটা ডালগুলো কখন যে ভেঙ্গে আমাদের গায়ের উপর পড়ে তা জানিনা। আমরা স্থানীয়ভাবে এই গাছটি কেটে নেওয়ার জন্য ইউনিয়ন পরিষদ হইতে উপজেলা পর্যন্ত জোর দাবি জানানো হয়েছিলো। এ পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। বাজারের সবার মধ্যে এ নিয়ে আতংক বিরাজ করছে।
ব্যবসায়ী মুকবুল হোসেন জানান, গাছটি আমার দোকানের পাশে। আমিসহ পাশের ব্যবসায়ীরা ও অনেক আতঙ্কে আছি। গাছের ডাল পালার নিচ দিয়ে বিদ্যুতের খুঁটির তার এবং পাশে একটি বিদ্যুতের খুঁটিও রয়েছে। বিভিন্ন সময় গাছের ডাল-পালা ভেঙেও পড়ে যাচ্ছে। কিছুদিন আগেও গাছের ডাল ভেঙে একজন লোকের মাথায় পড়ে গুরুতর আহত হন।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মো. রফিকুল্যা পাটওয়ারী বলেন, গাছটি মূলত সরকারি। আমি নিজেও গাছটি দেখেছি। আমাকে অনেকেই বলছে গাছটির বিষয়ে। গাছটি কেটে নেওয়ার জন্য উপরস্থ দপ্তরকে জানানো হয়েছে। আশা করি অচিরেই গাছটি কাটার ব্যবস্থা করা হবে।

২১ ফেব্রুয়ারি, ২০২২।