ফরাক্কাবাদ ডিগ্রি কলেজের নবগঠিত গভর্নিংবডির প্রথম সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার ফরাক্কাবাদ ডিগ্রি কলেজের নবগঠিত গভর্নিংবডির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নব-নির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান, কলেজের প্রতিষ্ঠাতা সুজিত রায় নন্দী, কলেজের প্রধান উপদেষ্টা ও সাবেক নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ, দাতা সদস্য মো. সৈয়দ আহম্মদ পাটওয়ারী, ইঞ্জিনিয়ার আ. রব ভূঁইয়া, এসএম মফিজুর রহমান, মাও. শাহাদাত হোসেন, বিদ্যোৎসাহী সদস্য ড. আব্দুল্লা আল মমিন, আমিনুল হক মজুমদার, রুহুল আমিন মিজি, অভিভাবক সদস্য আ. হান্নান মিয়াজী, মো. সেলিম পাটওয়ারী, মো. ইব্রাহীম খান, হিতৈষী সদস্য হারুন অর রশিদ তালুকদার, সদস্য সচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীলিপ চন্দ্র দাস, শিক্ষক প্রতিনিধি মো. রেজাউল ইসলাম মিঠু, মো. হাফিজুর রহমান প্রমুখ।

১০ নভেম্বর, ২০২২।