নারায়ন রবিদাস
ফরিদগঞ্জের ডাকাতিয়া নদী থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় পৌর এলাকার ডাকাতিয়া নদীর উপর ফরিদগঞ্জ সেতুর পাশে উদ্ধারের এ ঘটনা ঘটে।
জানা যায়, ফরিদগঞ্জে ডাকাতিয়া নদীর উপরে ফরিদগঞ্জ সেতু সংলগ্ন নদীতে স্থানীয় এক কিশোর মাছ ধরতে এসে বিকালে অজ্ঞাত কঙ্কালের মাথার খুলি দেখতে পায়। পরে সে স্থানীয়দের জানালে তারা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত মাথার খুলিসহ নদীতে তল্লাশী চালিয়ে বস্তাবন্দি অবস্থায় কঙ্কালটি উদ্ধার করে। এসময় নদীতে ভাসমান অবস্থায় ভ্যানিটি ব্যাগ পাওয়া যায়। যদিও তাতে কোন কিছুই ছিল না। কঙ্কালের মাথার খুলিতে চুলের অস্তিত্ব থাকায় ধারণা করা হচ্ছে কঙ্কালটি কোন নারীর।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বাহার মিয়া জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদগঞ্জ সেতুর কাছ থেকে গলিত তথা প্রায় কঙ্কালে পরিণত লাশটি উদ্ধার করা হয়েছে।
১১ এপ্রিল, ২০২১।