ফরিদগঞ্জের ভোটার তালিকা হালনাগাদ সময়সূচী


মুসাদ্দেক আল আকিব
চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০১৯-এর অংশ হিসেবে রোববার ২৫ আগস্ট থেকে ২০ অক্টোবর পর্যন্ত ফরিদগঞ্জের ১৬টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলবে। ভোটার নিবন্ধন ও ছবি তোলার কার্যক্রমের সময়সূচী প্রকাশ করেছে উপজেলা নির্বাচন অফিস।
তথ্যমতে আগামি ২৫ থেকে ২৭ আগস্ট ১নং বালিথুবা (পশ্চিম) ইউনিয়নের ভোটার নিবন্ধন ও ছবি তোলা হবে চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে, ২৮ থেকে ৩১ আগস্ট ২নং বালিথুবা (পূর্ব) ইউনিয়নের ভোটার নিবন্ধন ও ছবি তোলা হবে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে, ১ ও ২ সেপ্টেম্বর ৩নং সুবিদপুর (পূর্ব) ইউনিয়নের ভোটার নিবন্ধন ও ছবি তোলা হবে বাসারা উচ্চ বিদ্যালয়ে, ৩ থেকে ৫ সেপ্টেম্বর ৪নং সুবিদপুর (পশ্চিম) ইউনিয়নের ভোটার নিবন্ধন ও ছবি তোলা হবে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে, ৬ থেকে ৮ সেপ্টেম্বর ৫নং গুপ্টি (পূর্ব) ইউনিয়নের ভোটার নিবন্ধন ও ছবি তোলা হবে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে, ৯, ১১ ও ১২ সেপ্টেম্বর ৬নং গুপ্টি (পশ্চিম) ইউনিয়নের ভোটার নিবন্ধন ও ছবি তোলা হবে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে, ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর ৭নং পাইকপাড়া (উত্তর) ইউনিয়নের ভোটার নিবন্ধন ও ছবি তোলা হবে পাইকপাড়া ইউ.জি উচ্চ বিদ্যালয়ে, ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর ৮নং পাইকপাড়া (দক্ষিণ) ইউনিয়নের ভোটার নিবন্ধন ও ছবি তোলা হবে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে, ১৯ থেকে ২১ সেপ্টেম্বর ৯নং গোবিন্দপুর (উত্তর) ইউনিয়নের ভোটার নিবন্ধন ও ছবি তোলা হবে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে,২২ থেকে ২৫ সেপ্টেম্বর ১০নং গোবিন্দপুর (দক্ষিন) ইউনিয়নের ভোটার নিবন্ধন ও ছবি তোলা হবে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে, ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর ১১নং চরদুঃখিয়া (পূর্ব) ইউনিয়নের ভোটার নিবন্ধন ও ছবি তোলা হবে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে, ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর ১২নং চরদুঃখিয়া (পশ্চিম) ইউনিয়নের ভোটার নিবন্ধন ও ছবি তোলা হবে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে, ৩ থেকে ৫ অক্টোবর ১৪নং ফরিদগঞ্জ (দক্ষিণ) ইউনিয়নের ভোটার নিবন্ধন ও ছবি তোলা হবে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে, ৬, ৭ এবং ৯ ও ১০ অক্টোবর ১৫নং রুপসা (উত্তর) ইউনিয়নের ভোটার নিবন্ধন ও ছবি তোলা হবে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের নতুন ভবনে, ১১ থেকে ১৩ অক্টোবর ১৬নং রুপসা (দক্ষিণ) ইউনিয়নের ভোটার নিবন্ধন ও ছবি তোলা হবে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত চলমান থাকবে।
এদিকে পৌরসভার ৯টি ওয়ার্ডে মধ্যে আগামি ১৪ অক্টোবর পৌরসভার ১নং (সকাল ১১টা থেকে) ও ২নং (দুপুর ১টা থেকে), ১৫ অক্টোবর পৌরসভার ৩নং (সকাল ১১টা থেকে) ও ৪নং (দুপুর ১টা থেকে), ১৬ অক্টোবর পৌরসভার ৫নং (সকাল ৯টা থেকে) ও ৬নং (সকাল ১১টা থেকে) এবং ৭নং (দুপুর ১টা থেকে), ১৭ অক্টোবর পৌরসভার ৭নং (সকাল ১১টা থেকে) ও ৮নং (দুপুর ১টা থেকে), ১৮ অক্টোবর পৌরসভার ৯নং ওয়ার্ডের (ভাটিয়ালপুর) সকাল ৯টা থেকে এবং (চরকুমিরা ও মথুরারচর) দুপুর ১২টা থেকে ভোটার হালনাগাদ পৌরসভা কার্যালয়ে শুরু হবে।
এছাড়া ইউনিয়ন পর্যায়ে বাদপড়া ভোটারদের ১৯ অক্টোবর (১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ ও ৮নং ইউনিয়ন) এবং ২০ অক্টোবর পৌরসভা (সব ওয়ার্ড) ও ৯, ১০, ১১, ১২, ১৪, ১৫ ও ১৬নং ইউনিয়ন ভোটার নিবন্ধন ও ছবি তোলা হবে ফরিদগঞ্জ পৌরসভা কার্যালয়ে।

২৫ আগস্ট, ২০১৯।