ফরিদগঞ্জ ব্যুরো
মহান স্বাধীনতা দিবস ও সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ফরিদগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে দু’দিনব্যাপী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত উন্নয়ন মেলায় অংশ নিয়েছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর বিভিন্ন শ্রেণির কর্মকর্তারা বীমার বিভিন্ন ধরণ ও গুরুত্ব সম্পর্কে মেলায় আগত দর্শনার্থীদের মাঝে আলোচনা করেন। একই সাথে জনগণকে বীমার আওতায় আনার জন্য উদ্বুদ্ধ করেন।
পরিশেষ মেলার ২য় দিন সকালে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী মৃত্যুদাবির চেক প্রদান করে। এসময় পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী হাইমচর উপজেলার লামচরী গ্রামের মৃত সজিব মিজির মনোনীত তার স্ত্রী খাদিজা বেগমের পক্ষে তার সহোদর জসিম মিজি চেক গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীর মহাব্যবস্থাপক ও প্রকল্প ইনচার্জ মো. দেলোয়ার হোসেন উজ্জল, অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. মাসুদ আলম, মো. আমিনুল ইসলাম, আ. মতিন তপদার।
অন্যদিকে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সও মৃত্যুদাবির চেক বিতরণ করেন হাইমচর উপজেলার আলগী গ্রামের মো. মিন্টুর হাতে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আ. ছোবহান লিটন প্রমুখ।
২৯ মার্চ, ২০২১।