ফরিদগঞ্জে কৃষি ব্যাংকের প্রকাশ্য ঋণ বিতরণ কর্মসূচির উদ্বোধন

ফরিদগঞ্জ ব্যুরো
বাংলাদেশ কৃষি ব্যাংক ফরিদগঞ্জ শাখা কর্তৃক কৃষকদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে কার্যক্রমের উদ্বোধন করেন চাঁদপুর কার্যালয়ের মুখ্য আঞ্চলিক কর্মকর্তা মো. হায়াৎ মাহমুদ খান।
এসময় তিনি বলেন, সহজেই কৃষকরা কৃষি ঋণ পাচ্ছেন বলেই, কৃষি ব্যাংক কৃষকদের জন্য একটি আদর্শ ব্যাংক। এর সাথে সাথে এই ব্যাংক অন্য ব্যাংকগুলোর মতো সকল সেবা দিচ্ছে। রেমিট্যান্সে সরকার ঘোষিত বিশেষ সুবিধা প্রদান করছে কৃষি ব্যাংক। ডিপিএস সুবিধাসহ নানামুখী সুবিধা গ্রহণ করে গ্রাহকরা লাভবান হতে পারে।
তিনি ঋণ গ্রহিতার উদ্দেশে বলেন, ঋণ গ্রহণের সাথে সাথে আপনাকে একজন ভাল গ্রাহক হওয়ার পূর্বশর্ত হিসেবে নিয়মিত ঋণের কিস্তি পরিশোধ করতে হবে। তাহলে আগের চেয়ে বেশি ঋণ নিয়ে আপনি কৃষি ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন।
ব্যাংকের কর্মকর্তা মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর মুখ্য আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা মো. রায়হান উদ্দিন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক নারায়ণ রবিদাস ও ব্যাংকের ঋণ বিতরণ কর্মকর্তা হাসান রাজা।
উদ্বোধন শেষে প্রাথমিকভাবে ২০ জন কৃষকদের মাঝে ১৫ লাখ ৭৫ হাজার টাকার ঋণ প্রদান করা হয়। এছাড়া ৪৬ জন গ্রাহক থেকে ১৯ লাখ ৭৫ হাজার টাকা ঋণ আদায় করা হয়। এছাড়া একই সাথে ৫টি নতুন আমানত হিসাব খোলা হয়।