ফরিদগঞ্জ ব্যুরো
নির্বাচন কমিশনার ও সাবেক এমপি এম সফিউল্যাহ’র জামাতা মো. আনিছুর রহমান বলেছেন, মানুষের পাশে দাঁড়ানো নিজের কর্তব্য মনে করি। তাই নিজের এলাকার মানুষের পাশে দাঁড়ানোর সাথে সাথে নিজের শ^শুর বাড়ির মানুষের পাশেও দাঁড়িয়েছি। শীতবস্ত্র আরো আগেই দেওয়ার কথা থাকলেও নানা ব্যস্ততার কারণে এতদিন সম্ভব হয়নি। মনে করেছিলাম শীত শেষ হয়ে গিয়েছে, তবে আজ ঢাকায় যেই শীত পড়েছে, তাতে মনে আরো কিছুদিন শীতের তীব্রতা থাকবে। আজ আপনাদের হাতে শীতবস্ত্র তুলে দিতে পেরে আমি নিজে ছাড়াও আমার স্ত্রী, আপনাদের সন্তান গর্বিত।
রোববার (২৯ জানুয়ারি) বিকালে ফরিদগঞ্জ উপজেলা বারপাইকা গ্রামে সাবেক এমপি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা এম সফিউল্ল্যাহ’র বাড়িতে ৬ শতাধিক মানুষের হাতে কম্বল তুলে দেয়ার আগে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন।
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপির ভাগ্নে জিএস তছলিমের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, সাবেক এমপির ভাই মো. অলি উল্ল্যাহ, মেয়ে সালমা আক্তার রূপালী ও সফিউল্ল্যাহ কাকন।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান, থানার ওসি আ. মান্নান, ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আ. ছোবহান লিটন, ইউপি চেয়ারম্যান এস এম কাউছারুল আলম কামরুল, সাবেক এমপির ভাগ্নে আ. কাদের খোকন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হোসেন বাবুল পাটওয়ারী প্রমুখ।
আলোচনা শেষে অতিথিরা লোকজনের মাঝে শীতবস্ত্র তুলে দেন।
৩০ জানুয়ারি, ২০২৩।