ফরিদগঞ্জে প্রিয় চাঁদপুরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফরিদগঞ্জ ব্যুরো
বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরের অনলাইন নিউজ পোর্টাল প্রিয় চাঁদপুরের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (২১ মার্চ) বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে এবং প্রিয় চাঁদপুরের স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম ইকবাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, প্রিয় চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম সিফাত, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান, নূরুন্নবী নোমান, সাবেক সাধারণ প্রবীর চক্রবর্তী, সিনিয়র সহ-সভাপতি এমকে মানিক পাঠান, মো. মহিউদ্দিন, জাকির হোসেন সাঈদ, অর্থ সম্পাদক জাকির হোসেন সৈকত, প্রচার সম্পাদক আনিছুর রহমান সুজন, আইসিটি সম্পাদক গাজী মমিন, সাহিত্য সম্পাদক আবদুস সালাম, সদস্য নারায়ন রোবদাস, শিমুল হাছান, প্রিয় চাঁদপুরের স্টাফ রিপোর্টার সাঈদ হোসেন অপু চৌধুরী, সাংবাদিক জহিরুল ইসলাম জয়, মো. রাকিব মিয়াজী প্রমুখ।
২৩ মার্চ, ২০২১।