ফরিদগঞ্জ ব্যুরো
বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে র্যালি, আলোচনা সভা এবং কেককাটা হয়। বুধবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপির ব্যানারে ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ ভান্ডারী মহলের তৃতীয় তলায় দলের অস্থায়ী কার্যালয়ে (একাংশের) উপজেলা বিএনপির সভাপতি সভাপতি আজিজুর রহমান আজিজের সভাপতিত্বে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
একই দিন সকালে চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কে অবস্থিত ফরিদগঞ্জ উপজেলা বিএনপির (একাংশ) এর কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে আলোচনায় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
০২ সেপ্টেম্বর, ২০২১।