ফরিদগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণে অভিযুক্ত ধর্ষক আটক

নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে গত বুধবার রাতে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে সোহেল বেপারি (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে কিশোরীর বাবা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। ফরিদগঞ্জ পৌরসভাধীন কেরোয়া এলাকার বেপারি বাড়িতে গত বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সোহেল বেপারি একই বাড়ির মৃত আ. সাত্তারের ছেলে ও এক সন্তানের জনক।
পুলিশ জানায়, ধর্ষিতা কিশোরী দুপুরে পুকুর ঘাটে গোসল করতে যায়। এসময় একই বাড়ির মৃত আ. সাত্তারের ছেলে অভিযুক্ত সোহেল বেপারি একা পেয়ে কিশোরী ধর্ষণ করে। এরপর ঐ কিশোরী বাড়িতে এসে এ ঘটনা তার মাকে জানায়। পরে তার পরিবারের লোকজন এলাকার গণ্যমান্য ব্যক্তির দ্বারস্থ হন। একপর্যায়ে সংবাদ পেয়ে পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত সোহেল বেপারিকে আটক এবং ঘটনার শিকার কিশোরীকে পুলিশি হেফাজতে নেয়। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে বুধবার রাতেই ফরিদগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, অভিযুক্ত সোহেল বেপারিকে আটক করে গত বৃহস্পতিবার চাঁদপুর আদালতে ও কিশোরীকে পুলিশি হেফাজতে ডাক্তারী পরীক্ষার জন্য চাঁদপুর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

২৫ জুন, ২০২২।