ফরিদগঞ্জে মেয়র প্রার্থী কামাল মিয়াজীর মতবিনিময়

ফরিদগঞ্জ ব্যুরো
আসন্ন ফরিদগঞ্জ পৌর নির্বাচনে মেয়র প্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য কামাল হোসেন মিয়াজীর সমর্থনে সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদগঞ্জ পৌর এলাকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কেরোয়া এলাকার জিএফএল অফিসে পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি হাসান রাজা পাটওয়ারীর সভাপতিত্বে বক্তব্য রাখতে গিয়ে মেয়র প্রার্থী কামাল হোসেন মিয়াজী বলেন, আবার বাবা মহান মুক্তিযুদ্ধের একজন সংগঠক। তার সন্তান হিসেবে আমরা বঙ্গবন্ধুর আদর্শে এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি বিশ^াসী। ছেলেবেলা থেকে আজ পর্যন্ত দলের হিতকর কাজে ছিলাম। যখন নেতৃত্ব দিয়েছি, ত্যাগী নেতাদের মূল্যায়ন করেছি। নতুনদের বঙ্গবন্ধুর আদর্শের প্রতি উদ্বুব্ধ করেছি। দলের দুঃসময় ও সুসময়ে সামনে ছিলাম ও আছি।
তিনি বলেন, এর পাশাপাশি পৌর এলাকার মানুষের পাশে সুখে-দুঃখে ছিলাম। তাই আসন্ন ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি। একই সাথে আমি বিশ^াস করি প্রধানমন্ত্রী ত্যাগীদের মূল্যায়নের যে ঘোষণা দিয়েছেন ফরিদগঞ্জ পৌর নির্বাচনে তার প্রতিফলন দেখবেন।
২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমরান মিজির পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল আউয়াল মিয়াজী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ব্যবসায়ী নেতা ফারুক মিজি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন মিঠু, ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মজিবুর রহমান, পৌরসভার ১নং ওয়ার্ডের সভাপতি মুকবুল হোসেন হাজি, সম্পাদক মোস্তফা কামাল সুমন, ২নং ওয়ার্ডের সভাপতি ওয়াহাব তপাদার, ৩নং ওয়ার্ডের সভাপতি জাকির বেপারী, সম্পাদক মাসুদ ভূঁইয়া, ৪নং ওয়ার্ডের সম্পাদক বিল্লাল হোসেন, ৫নং ওয়ার্ডের সভাপতি সুবেদর (অব.) আবুল কালাম, ৬নং ওয়ার্ডের সভাপতি সিরাজুল ইসলাম পাটওয়ারী, ৮নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রহিম পাটওয়ারী, সম্পাদক হাবিবুর রহমান নান্নু, ৯নং ওয়ার্ডের সভাপতি আ. হান্নান বাবুল, সম্পাদক মোস্তফা কামাল সেফু, যুবলীগ নেতা শাহজালাল সুইট, মাসুদ আলম, রাসেল, ছাত্রলীগ নেতা রাব্বী, হাসান পাটওয়ারী, নয়ন রাঢ়ী প্রমুখ।
এছাড়া মতবিনিময় সভায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
১৫ সেপ্টেম্বর, ২০২০।