ফরিদগঞ্জ ব্যুরো
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় ইউএনও শিউলী হরির নেতৃত্বে উপজেলা পরিষদের সামনের সড়কে সচেতনতামূলক মানববন্ধন করে সাধারণ মানুষকে মাস্ক পরিধানের বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি সব শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন সংগঠনের পক্ষে নিজ নিজ উদ্যোগে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা শওকত আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মনিরউজ্জামান, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তিদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক, আ. ছোবহান লিটন, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, একাডেমিক সুপারভাইজার আব্দুল্যাহ আল মামুন, আনসার ভিডিপি কর্মকর্তা সৌভাগ্য সাহা প্রমুখ।
পরে নির্বাহী ম্যাজেস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার ফরিদগঞ্জ বাজারে মোবাইল কোর্টের মাধ্যমে মাস্ক পরিধান না করায় বিভিন্ন ব্যক্তির অর্থদণ্ড করেন। পাশাপাশি এই মহামারী সংক্রমন রোধে সবাইকে আরো সচেতন হওয়ার পরামর্শদেন।
এছাড়া উপজেলার মেঘনাপাড় মুক্ত স্কাউট, ফরিদগঞ্জ প্রেসক্লাব, আনসার ভিডিপি সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পথচারী ও ব্যবসায়ীদের মাস্ক পরিধানের বিষয়ে সচেতন করেন।
১৯ নভেম্বর, ২০২০।