ফরিদগঞ্জে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ আটক ৮

নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে সানিউল হাসান (৪৫) নামে এক যুবলীগ নেতাসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে ঢাকা থেকে আটক করে সানিউলকে। সানিউল উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সরখাল গ্রামের আক্কাছ আলীর ছেলে। চলতি বছর চেক জালিয়াতির মামলায় চাঁদপুরের একটি আদালত তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ ৪৩ হাজার ৭শ’ ৫০ টাকা অর্থদণ্ডের রায় প্রদান করেন।
এছাড়া পুলিশ এক মাসের সাজাপ্রাপ্ত আসামি উপাধি গ্রামের চাঁন মিয়া মুন্সির ছেলে ইমরান হোসেনকে আটক করে। অপরদিকে বিভিন্ন অপরাধে বাবলু মিজি, সাকিল হোসেন, হাসান, সাগর, আলমগীর চৌকিদার ও আল আমিনকে আটক করে পুলিশ। গত সোমবার রাতে বিভিন্ন স্থান থেকে আটকের পর মঙ্গলবার সকালে তাদের চাঁদপুর আদালতে পাঠানো হয়।
ফরিদগঞ্জ থানার ওসি আবদুর রকিব ৮ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।