ফরিদগঞ্জ ব্যুরো
বাংলাদেশ স্কাউট ফরিদগঞ্জ উপজেলার ব্যবস্থাপনায় বিপি দিবসে ও আন্তর্জাতিক স্কাউট দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত সোমবার সকাল ১০টায় র্যালি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্কাউট ফরিদগঞ্জ উপজেলার সহকারী কমিশনার রোভার মো. জাহিদুল ইসলাম ফাহিমের সঞ্চলনায় ও কমিশনার আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যাক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটের চাঁদপুর জেলার সহকারী কমিশনার ও মেঘনাপাড় মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক হিতেশ চন্দ্র শর্মা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আ. ছোবহান লিটন, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সহ-সভাপতি আমান উল্লাহ আমান ও মো. মহিউদ্দিন, বাংলাদেশ স্কাউট ফরিদগঞ্জ উপজেলা সম্পাদক সফিকুর রহমান, উপজেলা কাব লিডার মো. নুর হোসেন, উপজেলা স্কাউট লিডার জিয়াউর রহমান, ফরিদগঞ্জ উপজেলা স্কাউটসের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ বাংলাদেশ স্কাউট ফরিদগঞ্জ উপজেলার নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
২৫ ফেব্রুয়ারি, ২০২১।