ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ উপজেলার চতুরা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত সেনা কর্মকর্তা মো. শাহাবুদ্দিন সরকারের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বিকালে চুতরা এলাকায় জানাজায় এলাকার সর্বস্তরের মানুষ এবং কুমিল্লা সেনানিবাস থেকে আসা সেনাবাহিনীর একটি দল অংশগ্রহণ করেন। এর আগে তাকে সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেয়া হয়।
এর আগে গত শুক্রবার সন্ধ্যায় বড়ালি ব্র্যাক অফিসের সামনে চাঁদপুর- ফরিদগঞ্জ- লক্ষ¥ীপুর আঞ্চলিক মহাসড়কের রাস্তার পারাপার হওয়ার সময় একটি সিএনজি অটোরিক্সা তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।