ফরিদগঞ্জে হত্যা মামলার পলাতক আসামি ও মাদকসহ কারবারী আটক

নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে হত্যা মামলার আসামিসহ ৩ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে আটক করেছে পুলিশ। আটক মিন্টু উপজেলার বিষুরবন্ধ গ্রামের আলী আহম্মেদের ছেলে। অপরদিকে, উপজেলার সকদি রামপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে সুমনকে ২শ’ ১০ পিস ইয়াবাসহ আটক করেছে। গত রোববার দিবাগত গভীর রাতে তাদের আটকের পর সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।
জানা গেছে, মিন্টু একটি হত্যা মামলা, একটি ডাকাতি মামলা ও একটি ডাকাতির প্রস্তুতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক আবুল কালাম তাকে আটক করেন। অপরদিকে উপজেলার সকদি রামপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে মাদক কারবারী সুমনকে ২১০ পিস ইয়াবাসহ উপ-পরিদর্শক নুরুল ইসলাম আটক করেন। পরে সুমনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের পর মিন্টু ও সুমনকে সোমবার সকালে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রকিব একটি হত্যা মামলাসহ ৩ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মিন্টুকে ও ২১০ পিস ইয়াবাসহ সুমনকে আটক পরবর্তী ব্যবস্থাগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।
১৫ সেপ্টেম্বর, ২০২০।