স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জ উপজেলার দুই ইটভাটার মালিককে ৯ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এআরএম জাহিদ হাসান এ জরিমানার আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হান্নান বলেন, ফরিদগঞ্জ পৌর এলাকার চরবসন্ত এলাকায় অবস্থিত টিএনবি ব্রিকফিল্ডের মালিকের কাছ থেকে ৪ লাখ টাকা এবং উপজেলার গাজীপুর বাজার সংলগ্ন মাহাবুব চেয়ারম্যানের এমসিবি ব্রিকফিল্ডের মালিকের কাছ থেকে ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ ভঙ্গ করায় ওই দুই ব্রিকফিল্ডকে এ জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এআরএম জাহিদ হাসান জানান, অবৈধ ইটভাটা পরিচালনা করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘন করে ইটভাটা পরিচালনা করায় দুই ইটভাটাকে মোট ৯ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
২০ ফেব্রুয়ারি, ২০২৫।