ফরিদগঞ্জ ব্যুরো
সারাদেশের মতো ফরিদগঞ্জে উৎসবমুখর পরিবেশে বই উৎসব পালিত হয়েছে। নতুন বছর, নতুন বই, ঘ্রাণ ও স্বপ্নে শিক্ষার্থীরা বই হাতে পেয়ে উজ্জীবীত-উল্লসিত। ২০২৩ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীর হাতে বছরের প্রথম দিনে তুলে দেয়া হচ্ছে নতুন বই। বিনামূল্যে নতুন বই পেয়ে শিক্ষার্থী ও অভিবাবকরা খুশি। ফরিদগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রোববার (১ জানুয়ারি) সকালে উপস্থিত হয়ে বই উৎসবের উদ্বোধন প্রশাসনিক, রাজনৈতিক, শিক্ষানুরাগী সমাজসেবকরা। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদে হাতে নতুন বই তুলে দিয়ে তাদের মঙ্গল কামনা করেন বিদ্যালয়ের অভিভাবক-শিক্ষক ও অতিথিরা।
প্রথমে ফরিদগঞ্জ এআর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে ও ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছা।
বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, মাজুদা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জহিরুল ইসলাম, ফরিদগঞ্জ এ.আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার ডলি, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, শিক্ষানুরাগী আমির হোসেন পাটওয়ারীসহ অন্যরা।
০২ জানুয়ারি, ২০২৩।