ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জের কালির বাজারে ঔষধ ফার্মেসীতে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল লক্ষাধিক টাকা মূল্যবান ঔষধ চুরি করে নিয়ে যায়। গত রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে। সোমবার সন্ধ্যায় ফার্মেসীর মালিক মো. মাহবুবুল হাছান সিদ্দিকী থানায় লিখিত অভিযোগ করেছেন।
জানা গেছে, রোববার গভীর রাতে বাজারের মো. মাহবুবুল হাছান সিদ্দিকীর উলাদ মেডিকেল হল নামে দোকানের সার্টার খুলে নগদ ৩০ হাজার টাকা, মূল্য ইনজেকশন, ইনসুলিন, ডায়াবেটিকস ও হার্টেরসহ বিভিন্ন মূল্যবান প্রায় ১ লাখ টাকার ঔষধ চুরি করে নিয়ে যায়। সকালে দোকানে আসলে তিনি চুরির এই চিত্র দেখতে পান। পরে স্থানীয় বাজার ব্যবসায়ী কমিটির লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি জানান, প্রায় ৪ বছর আগে একইভাবে তার দোকানে চুরির ঘটনা ঘটে। সেই মামলাটি এখনো চলমান।

