ফরিদগঞ্জ পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) না’ত সন্ধ্যা

ফরিদগঞ্জ ব্যুরো
মানবতার অগ্রদূত, দু’জাহানের সর্বশ্রেষ্ঠ নেতা রাসুলে করীম হযরত মুহাম্মদ (সা.) দুনিয়াতে আগমনের দিবস অর্থাৎ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা জমিয়াতে হিজবুল্লাহ, যুব হিজবুল্লাহ ও ছাত্র হিজবুল্লাহ’র যৌথ উদ্যোগে গত সোমবার উপজেলা পরিষদ মাঠে না’ত সন্ধ্যার আয়োজন করে। অনুষ্ঠানটি বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও জমিয়াতে হিজবুল্লাহ শিল্পীরা নবী করীম (সা.)’র শানে না’ত পরিবেশন করেন।
না’ত সন্ধ্যার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. এ.কে.এম মাহবুবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, জেলা জমিয়াতে হিজবুল্লাহর সাধারণ সম্পাদক মাও. মমিন উল্লাহ খান, জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিটু, সাইফুল ইসলাম রিপন, সাবেক ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম সাউদ, আকবর হোসেন মনিরসহ হিজবুল্লাহের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জমিয়াতে হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাও. সাইফুদ্দিন খন্দকার, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাও. আবুল হাছান মো. ছাইফুল্লাহ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সংগঠনের ফরিদগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ নোমান ছালেহী।

২৭ অক্টোবর, ২০২১।