পৌরবাসী ও দলীয় নেতৃবৃন্দ পাশে থাকলে সুন্দর একটি পৌরসভা উপহার দিতে পারবো
…………মেয়র আবুল খায়ের পাটওয়ারী
নবী নোমান
ফরিদগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী রোববার (১৪ মার্চ) আনুষ্ঠানিকভাবে বিদায়ী মেয়রের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেছেন।
এসময় এক সুধী সমাবেশে তিনি তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তির এই চমৎকার সময় জননেত্রী শেখ হাসিনা, ফরিদগঞ্জ পৌরবাসী ও দলীয় নেতাকর্মীরা আমার এই বয়সে এবং পড়ন্ত বিকালে যে মর্যাদা দেখিয়েছেন তা আমি আমার পরিবার আজীবন কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে। আমার জীবনের চাওয়া-পাওয়ার আর কিছু নেই। পৌরবাসী ও দলীয় নেতাকর্মীরা আমাকে সার্বিকভাবে সহযোগিতা করলে আমি পৌরবাসীর আশা-আকাক্সক্ষা পূরণ করার আপ্রাণ চেষ্টা করবো। একই সাথে গত ৫ বছরের যে উন্নয়ন কার্যক্রম অসমাপ্ত আছে তারই ধারাবাহিকতা ধরে রেখে কাজ করে যাবো।
তিনি তার বক্তব্যে আরো বলেন, বর্তমান সরকার গ্রামকে শহর করার যে প্রকল্প হাতে নিয়েছে তারই আওতায় ফরিদগঞ্জ পৌরবাসী শহরের আদলে সব সুযোগ-সুবিধা ভোগ করবে। তিনি নির্বাচনে পৌরবাসী, আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং উপজেলা পরিষদসহ যারা সহযোগিতা ও কষ্ট করেছেন তাদের ধন্যবাদ জানান।
এর আগে দুপুর ১২টায় সাবেক মেয়র মাহফুজুল হক পৌর কার্যালয়ে পৌরসভার স্টাফদের নিয়ে নবাগত মেয়রকে ফুলেল শুভেচ্ছা দিয়ে গ্রহণ করে মেয়রের রুমে পৌরসভার সব কার্যক্রম ও স্থাবর-অস্থাবর সম্পদের হিসেবের একটি ফাইলসহ দায়িত্বভার হস্তান্তর করেন।
পরে পৌর কার্যালয়ের সামনে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর সচিব খোরশেদ আলমের সভাপতিত্বে এবং পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান ও ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান সোহাগের পরিচালনায় সভায় এসময় বক্তব্য রাখেন নবাগত মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাহেদ সরকার, বিদায়ী মেয়র মাহফুজুল হক, মহিলা আওয়ামী লীগ নেত্রী নাজমুর নাহার অনি প্রমুখ।
পরে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফরিদগঞ্জ মজিদীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাও. মাহবুবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার সহিদ উল্যা তপদার, থানার অফিসার ইনচার্জ মো. সহিদ হোসেন, সেক্টর কমার্ন্ডার্স ফোরামের সেক্রেটারী এম তবিবুল্লাহ, পৌরসভার প্রকৌশলী নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান হাসান আব্দুল হাই, মাও. শরাফাত হোসেন, হারুন অর রশীদ, বিদায়ী ও নব-নির্বাচিত কাউন্সিলরসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
১৫ মার্চ, ২০২১।