শত বাঁধা-বিপত্তি পরও প্রধান সড়কটি নির্মাণ করতে পেরেছি
………মেয়র মাহফুজুল হক

ফরিদগঞ্জ ব্যুরো
গতকাল সোমবার বিকালে ফরিদগঞ্জ পৌরসভার প্রধান সড়কটির ১ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ৭শ’ ৩০ মিটার সড়কের আরাসসি ঢালাইয়ের কাজ শেষ মুহূর্তে ফরিদগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ পরিদর্শন করেন পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মাহফুজুল হক।
এসময় তিনি বলেন, উপজেলা সদরের প্রধান সড়কটি আরসিসি ঢালাইকরণের মাধ্যমে দীর্ঘস্থায়ী উন্নয়ন করা সম্ভব হলো। ফলে এখন আর বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে সব ধরনের মানুষকে দুর্ভোগ পোহাতে হবে না। পৌরবাসীর স্বপ্ন পূরণে আমি প্রতিজ্ঞাবদ্ধ। জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের দোড়গোড়ায় নিয়ে যাওয়ার যে চেষ্টা করছেন তারই অংশ হিসেবে পৌরবাসী সুফল ভোগ করছে।
তিনি বলেন, শত বাঁধা-বিপত্তি পেরিয়ে আমি প্রধান সড়কটির নির্মাণ কাজ সম্পন্ন করতে পেরেছি। ইতোপূর্বে বাসস্ট্যান্ড থেকে ভূমি অফিস পর্যন্ত টেন্ডার হলেও নানা কারণে অর্ধেক কাজ হয়ে তা বন্ধ হয়ে যায়। ফলে পুনরায় আমাকে কাঠখড় পুড়িয়ে নতুন করে প্রকল্প তৈরি করে এই কাজটুকু সম্পন্ন করতে হয়েছে। আশা করছি আগামি কিছু দিনের মধ্যে উত্তর গলির কাঁচাবাজারসহ সড়ক ও ড্রেনের নির্মাণ কাজ সম্পন্ন হলে আর কোন সমস্যা থাকবে না। তাছাড়া সুপেয় পানি সাপ্লাই ব্যবস্থার কাজ চলমান রয়েছে।
তিনি আরো বলেন, এই মেয়াদের মধ্যে পৌরসভার উন্নয়নের কাজ প্রায় সম্পন্ন না হলেও আগামিতে নির্বাচিত হলে বাকি কাজ সম্পন্ন হবেই। আওয়ামী লীগ সরকার কথায় নয় কাজে বিশ্বাসী।
উল্লেখ্য, জেলা সদর তথা পৌরসভার প্রধান সড়কটি ছিল বছরের পর বছর ধরে দুঃখের সাথী। সড়কের দুরাবস্থার কারণে বাজারের ব্যবসায়ী, পথচারী, আবাসিক বাসিন্দা এবং জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। ভাঙ্গাচোরা রাস্তার কারণে অতিরিক্ত ভাড়া গুণতে হয়েছে। ইতোপূর্বে সড়কটির পাকাকরণের কাজ বেশ কয়েকবার হলেও কিছুদিন পরই তা আগের অবস্থায় ফিরে এসেছে। ফলে জনগণের দুর্ভোগ রয়ে গেছে বারংবারই। অবশেষে বর্তমান পৌর মেয়র মাহফুজুল হকের উদ্যোগে প্রধান সড়কটি আরসিসি ঢালাইয়ের মাধ্যমে স্বপ্ন পূরণ হলো।
পরিদর্শনকালে পৌরসভার সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুন্নবী, পৌরসভার কর্মকর্তা এবং ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক নারায়ন রবিদাস, প্রচার সম্পাদক আনিছুর রহমান সুজনসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।