স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জ পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের নৌকার সমর্থনে আবুুুল খায়ের পাটওয়ারীর পক্ষে ফরিদগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডে পৌর বাজারে গণসংযোগ করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুন অর রশিদ সাগর, বর্তমান মেয়র মাহফুজুল হক, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, পৌরসভা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন পাটওয়ারী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম পাটওয়ারী, সাধারণ সম্পাদক নান্নু মিয়া, জেলা ছাত্রলীগ নেতা আরিফুর রহমান মজুমদার, ফরিদুজ্জামান বাধঁন পাটওয়ারী প্রমুখ।
এসময় ডা. হারুন অর রশিদ সাগর সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং দলীয় নৌকার লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করেন। এরপর তিনি ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের মতবিনিময় সভায় যোগদান করেন।
০৫ ফেব্রুয়ারি, ২০২১।