ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইলশেপাড়ের ফরিদগঞ্জ ব্যুরো ইনচার্জ নুরুন্নবী নোমানের শ্বশুর, ফরিদগঞ্জের সাবেক কৃতী ফুটবলার ও বিশিষ্ট ব্যবসায়ী সাহাবুদ্দিন সউদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……..রাজিউন)। গত রোববার দুপুরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদগঞ্জ ডায়বেটিক সেন্টার এন্ড জেনারেল হাসপাতালে নেয়ার পথে ইন্তেকাল করেন।
সাবেক এই ফুটবলার দীর্ঘদিন ক্যান্সার ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ মেয়ে ও ১ ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে যান। রোববার বাদ আছর পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
এদিকে প্রেসক্লাব সভাপতি শ্বশুরের ইন্তেকালে ফরিদগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
ফরিদগঞ্জ বাজারের এই বিশিষ্ট ব্যবসায়ীর মৃত্যুতে ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটি গভীর শোক প্রকাশ করেছে।
১২ মে, ২০২০।