
রুহুল আমিন খান স্বপন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিবারের মত শিক্ষামূলক প্রতিযোগিতা, সেরা মা পুরস্কার, গুণীজন সম্মাননা, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন ফরিদগঞ্জের পাইকপাড়া উত্তর ইউনিয়নের সামাজিক সংগঠন ভাওয়াল সমাজকল্যাণ সংস্থা। গত শুক্রবার পশ্চিম ভাওয়াল মাঠে অনুষ্ঠিত এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ভাওয়াল সমাজকল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি লায়ন মো. আল-আমিনের সভাপতিত্বে এবং পারভেজ আল হাসান সাগর ও মেহেদি হাসানের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক মো. আব্দুল মান্নান। তিনি তার বক্তব্যে বলেন, ভাওয়াল সমাজ কল্যাণ সংস্থার ব্যতিক্রমী এই আয়োজন দেখে আমি অত্যন্ত মুগ্ধ এবং আনন্দিত। প্রতিযোগিতার এ যুগে এ ধরনের আয়োজন খুবই গুরুত্বপূর্ণ।
সভাপতি লায়ন মো. আল-আমিন বক্তব্যে বলেন, একটা সময় ছিলো যখন আমরা সুযোগ এবং অর্থের অভাবে শিক্ষা আর্জন করতে পারিনি। কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যেন শিক্ষা ক্ষেত্রে কোন ধরনের বাধাঁর সম্মুখীন হতে না হয় ইনশাআল্লাহ্ তার পুরো ব্যবস্থা ভাওয়াল সমাজকল্যাণ সংস্থা করে দিবে।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সাইফুল পাটওয়ারী, রায়হানুল কবীর (শাহ-আমিন), ইসমাঈল মিজি, সোহেল পাটওয়ারী, কাজল পাটওয়ারী, সজিব হোসেন, শাকিল হোসেন, রাকিব হোসেন (তানজিল), রাকিব হোসেন (ছোটন), আরিফ বেপারী, কামাল হোসেন (সোহাগ), বিপি রিয়াদ পাটওয়ারীসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য, ‘আমরা কল্যাণের পক্ষে’ স্লোগান দিয়ে ভাওয়াল সমাজকল্যাণ সংস্থা ২০১৪ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংস্থাটি প্রতিবছর বিভিন্ন ধরনের সমাজকল্যাণমূলক কর্মকান্ড করে আসছে।