ফরিদগঞ্জ লড়াইচরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম চরদুঃখিয়া ইউনিয়নের লড়াইরচরে অগ্নিকাণ্ডে এক বিধবার বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে নগদ অর্থ, আসবাবপত্র, স্বর্ণালঙ্কারসহ প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত আনচুরা বেগম (৭০)।
গত ১৩ মে ভোরে উপজেলার পশ্চিম চরদুঃখিয়া ইউনিয়নের লডাইরচর গ্রামের সাবেক মৃত আলী মেম্বার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত আনচুরা বেগম জানায়, রাত্রে তারাবী নামাজ শেষে ঘুমিয়ে গেলে হঠাৎ রাত্র আনুমানিক ২টার সময় আগুনের তাপ অনুভব করলে তিনি চিৎকার দিয়ে উঠেন। সাথে সাথে আশপাশের লোকজন পানি দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করে আগুন নিভায়। ততোক্ষণে ঘরটি পুরোপুরি জ্বলে যায়।
সরেজমিনে জানা যায়, বিধবা আনচুরা বেগমের বসতঘরটির সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। সে এখন অন্যের ঘরে রাতে থাকে, দিনে নিজের পুড়ে যাওয়া ঘরের কাছে বসে থাকে। সে অসহায় অবস্থায় দিনাতিপাত করছে। ঘরসহ তার প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
ইউপি চেয়ারম্যান হাছান আব্দুল হাই জানান, মৃত আলী আহাম্মদ মেম্বারের বিধবা স্ত্রীর থাকার বসতঘরটি আগুনে পুড়ে গেছে বলে শুনেছি। আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলে পরবর্তীতে তাকে সরকারিভাবে সহযোগিতা করবো।
স্থানীয় ইউপি মেম্বার হাজি মিজানুর রহমানের সাথে এ ব্যাপারে যোগাযোগ করলে বলেন, চেয়ারম্যানের সাথে আলাপ করে প্রশাসনিকভাবে সহযোগিতা করা যায় কিনা চেষ্টা করছি। পরদিন সকালে ঘটনাস্থলে এসে আমি দেখে এসেছি।
প্রতিবেশী তানভির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড হতে পারে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পাশের পুকুর থেকে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।

১৮ মে, ২০২০।