টিটু,স্পোর্টস ডেস্কঃ আগের চারবারে হয়নি। এ নিয়ে হতাশা ছিল বেশ। টি২০ ক্রিকেট বলেই নাকি অগোছালো টিম বাংলাদেশ। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নতুন ইতিহাসই গড়ল মাশরাফি এন্ড বিগ্রেড। প্রথমে ব্যাট হাতে সাব্বির রহমানের টর্নেডো ইনিংস। সঙ্গে শেষ মুহূর্তে রিয়াদের খণ্ড ঝড়। পরে বল হাতে সাকিব, মুস্তাফিজ, মাশরাফিদের এক সঙ্গে জ্বলে উঠা। সব মিলিয়ে দারুণ এক মুহূর্তের স্বাক্ষী মিরপুরে আসা দর্শকরা। সঙ্গে গোটা বাংলাদেশ। এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ২৩ রানে হারিয়েছে মাশরাফি বাহিনী। এই জয়ে ফাইনালে যাওয়ার স্বপ্ন জোড়ালো করল টাইগার শিবির। সেই সঙ্গে টি২০ ক্রিকেটে এই প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে হারানোর কৃতিত্ব অর্জন করল স্বাগতিক শিবির।
ক্যাচ মিস কী তবে ম্যাচ মিস নয়! নিশ্চিত-অনিশ্চিত মিলিয়ে কম করে হলেও ৫টি ক্যাচ মিস। তবুও দলীয় পারফরম্যান্সের চূড়ান্ত এক নিদর্শণ স্থাপন করলো টিম বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটের পর টি-টোয়েন্টিতেও যে বাংলাদেশ দুর্দান্ত হয়ে উঠছে ধীরে ধীরে তার স্বাক্ষরও রচিত হয়ে যাচ্ছে। শ্রীলংকার মত শক্তিশালি একটি দলকে ২৩ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালের পথে অনেকদূর এগিয়ে থাকলো বাংলাদেশ।
এই শ্রীলংকার সঙ্গে বাংলাদেশের খুব বেশি পার্থক্য নেই। মাহেলা জয়াবর্ধনে আর কুমার সাঙ্গাকারার বিদায়ের পর ম্যাড়ম্যাড়ে দলটিকে আর বিশ্বমানের বলা যায় না। তবুও এই দলটিকে একটু আলাদা করা হয় লাসিথ মালিঙ্গা আর অ্যাঞ্জেলো ম্যাথিউজের কারণে। প্রবীনদের প্রতিনিধি হয়ে রয়েছেন তিলকারত্নে দিলশান। কিন্তু দিলশানেরও এখন পড়ন্ত বেলা। তাকে নিয়ে বাজি ধরার সাহস পায় না কেউ। মালিঙ্গা খেলতে পারেননি ইনজুরির কারণে। সুতরাং, সমমানের হয়ে ওঠা একটি দলের বিপক্ষে জয়টা বাংলাদেশের ক্ষেত্রে প্রত্যাশিতই।
তবুও শঙ্কা ছড়িয়ে গিয়েছিল। টস জিতে ব্যাটিংয়ে নামার পর প্রথম দুই ওভারে ২ রানে ২ উইকেট হারিয়ে মহা বিপদে পড়া বাংলাদেশকে শেষ পর্যন্ত সাব্বির রহমান আর সাকিব আল হাসানের ব্যাট উদ্ধার করে নিয়ে আসে। শেষ দিকে মাহমুদুল্লাহ ঝড় ১৪৭ রানের বড় চ্যালেঞ্জ তৈরী করে দেয় বাংলাদেশের সামনে।
ভারতের বিপক্ষে বাংলাদেশের হারের জন্য দায়ী করা হয় সাকিব আল হাসানের ক্যাচ মিসকেই। রোহিত শর্মার ক্যাচটি ওইদিন মিস না হলে ম্যাচের ফল ভিন্নও হতে পারতো। কথায়ই বলে, ক্যাচ মিস মানেই ম্যাচ মিস। আরব আমিরাতের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্টে ঘুরে দাঁড়ালেও তৃতীয় ম্যাচে কঠিন পরীক্ষার মুখোমুখি বাংলাদেশ। প্রতিপক্ষের নাম শ্রীলংকা।