বঙ্গমাতার জন্মবার্ষিকীতে চাঁদপুরে আ.লীগের আলোচনা ও দোয়া

স্টাফ রিপোর্টার
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ আগস্ট) বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।
তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গমাতা ১৩ বছর বয়স থেকে তিনি সংসার পরিচালনা করেছেন। সে সময় তিনি সংসার সামলানোর পাশাপাশি দলের জন্যও কাজ করেছেন। বঙ্গমাতার জন্মদিনে আমাদের আহ্বান থাকবে নারীদের যেন আরও কর্মমুখী করা হয়।
তিনি আরো বলেন, আজ বিএনপি-জামায়াত আবার মাঠে নেমেছে। গণতান্ত্রি আন্দোলন করেন তা কোন আপত্তি নেই কিন্তু অরাজকতা করতে এক ইঞ্চিও ছাড় দেওয়া হবে না। দ্রব্যমূল্য ও তেলের মূল্য বৃদ্ধি নিয়ে জামাত বিএনপি জোট সারাদেশে অপপ্রচার চালাচ্ছে।
প্রধান বক্তার বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, জাতীয় ও রাষ্ট্রীয়ভাবে আজ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালন করা হচ্ছে। কারন দেশের স্বাধীনতা আন্দোলনের ধারাবাহিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ ছিলেন বঙ্গমাতা। ইতিহাসের পাতায় বঙ্গমাতার অবদান লিখা রয়েছে চিরদিন থাকবে।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাস, আহসান উল্ল্যা আখন্দ, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, পৌর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর ভূঁইয়া, জেলা শ্রমিক লীগের সভাপতি আলহাজ মাহবুবুর রহমান, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু পাটওয়ারী, মহিলা আওয়ামী লীগের নেত্রী রেনু বেগম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সফিক গাজীসহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে সব শহীদদের আত্মার মাগফেরাত কামনায় করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বাইতুল আমিন জামে মসজিদের পেশ ইমাম মুফতি জাফর আহমেদ।

০৯ আগস্ট, ২০২২।