
প্রেস বিজ্ঞপ্তি
২২ থেকে ২৮ জানুয়ারি ভারতের কলকাতার মালদা জেলার হরিশচন্দ্রপুরের বনবাণী আসরের ব্যবস্থাপনায় সর্বভারতীয় সংগঠন ‘সব পেয়েছির আসরের’ শিশু কিশোর সাংস্কৃতিক উৎসবে অংশ নিতে চাঁদপুর বনাণী খেলাঘর আসরের শিশু সংগীত শিল্পী কাজী কাবীসা ভারতে গমণ করে। সেখানে প্রতিদিন সন্ধ্যায় সংগীত পরিবেশন করছে কাজী কাবীসা।
বাংলাদেশ খেলাঘর আসর থেকে পাঁচজনের দলের সাথে চাঁদপুরের কাবীসা সুযোগ পাওয়ায় বনাণী খেলাঘর আসরের সভাপতি কণ্ঠশিল্পী ও নাট্যাভিনেতা মৃনাল সরকার ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কেন্দ্রিয় কমিটির কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন।