বহরিয়া নূরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ


স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলা বহরিয়া নূরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. সেলিম খান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইমান হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক কাউছার আহম্মেদের পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য সাঈদ মাস্টার, শিক্ষক শেখ মো. ইসমাইল, মকবুল হোসেন (মুকুল), মাও. কাদির, সাজ্জাদ হোসেন, মো. আল-আমিন। বিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সদস্যরা উপস্থিত ছিলেন।