বাগাদীতে ৪ সন্তানের জননীকে বসতঘর প্রদান

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ৪ সন্তানের জননীর অসহায় ও দুস্থ নারী জান্নাতুল ফেরদাউস রুবিকে বসতঘর প্রদান করা হয়েছে। গত শনিবার (১ মে) বিকেলে বাগাদী ইউপি চেয়ারম্যান ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি আলহাজ মো. বেলায়েত হোসেন গাজী বিল্লাল জান্নাতুল ফেরদাউস রুবির হাতে বসতঘরের চাবি হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রীর অগ্রধিকার প্রকল্প ‘যার জমি আছে ঘর নেই’ ২০২০-২০২১ অর্থ বছরের আওতাধীন উপকারভোগী চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুরের ছিদ্দিক মাস্টার বাড়ির মো. লোকমান গাজীর মেয়ে স্বামী পরিত্যক্তা ৪ সন্তানের জননী জান্নাতুল ফেরদাউস রুবিকে এক লাখ টাকা ব্যয়ে নতুন ঘর নির্মাণ করে প্রদান করা হয়। এসময় জান্নাতুল ফেরদাউস ইউপি চেয়ারম্যানের কাছে একটি গভীর নলকূপ ও ভিজিএফ কার্ডের জন্য আবেদন করেন।

৪ মে, ২০২১।