আল আমিন ছৈয়াল
‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নৈতিক শিক্ষায় অনুপ্রাণিত করার লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলা বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও সততার সংঘের সদস্যদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের হল রুমে শিক্ষা উপকরণ বিতরণের আগে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি ও সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. কাজী হাশেমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. মালেক বেপারী। বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যাপক খোরশেদ আলম চৌধুরী।
বিদ্যালয়ের শিক্ষক মো. মজিবুর রহমানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মুক্তিযোদ্ধা ছানাউল্লা খান, অ্যাড. রোকেয়া আক্তার ও ইতি আক্তার।
শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন, সোহরাব হোসেন, শিক্ষক শরীফ আহম্মেদ, মাও. খলিলুর রহমানসহ আরো অনেকে।
২০ নভেম্বর, ২০২৪।