বালিয়া উবির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

আল আমিন ছৈয়াল
‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নৈতিক শিক্ষায় অনুপ্রাণিত করার লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলা বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও সততার সংঘের সদস্যদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের হল রুমে শিক্ষা উপকরণ বিতরণের আগে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি ও সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. কাজী হাশেমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. মালেক বেপারী। বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যাপক খোরশেদ আলম চৌধুরী।
বিদ্যালয়ের শিক্ষক মো. মজিবুর রহমানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মুক্তিযোদ্ধা ছানাউল্লা খান, অ্যাড. রোকেয়া আক্তার ও ইতি আক্তার।
শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন, সোহরাব হোসেন, শিক্ষক শরীফ আহম্মেদ, মাও. খলিলুর রহমানসহ আরো অনেকে।

২০ নভেম্বর, ২০২৪।